রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এখনো সঙ্কটজনক তবে তিনি স্থীতিশীল রয়েছেন বলে জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের সুপার পীযূষ কুমার রায় । তার চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড আজ দুপুরে মিটিং করে । হাসপাতালের সুপার জানিয়েছেন আজ বুধবার সারাদিন তাকে বাইপ্যাপ দিতে হয়নি। তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন, কথা বলেছেন। তবে হার্ট অ্যাটাকের সমস্যা ছাড়াও তার ব্লাড প্রেশারের ওঠা নামার সমস্যা রয়েছে , সঙ্গে সিওপিডি ও অন্যান্য সমস্যা রয়েছে। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে গতকাল থেকে সুব্রত বাবুর ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। সেই সঙ্গে ইউরিনের পরিমাণ কমে যাওয়ায় নতুন সমস্যা দেখা দিয়েছে । তার জন্য চিকিৎসা ও শুরু করেছেন চিকিৎসকেরা । আপাতত আইসিসিইউতেই তিনি থাকবেন । প্রয়োজন হলে বাইপ্যাপের সাহায্য নেওয়া হতে পারে।
সঙ্কটজনক রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ?
বুধবার,২৭/১০/২০২১
1048