সপ্তম টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্ব সুপার ১২, এর প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আবু ধাবিতে এক নম্বর গ্রুপে লীগ ম্যাচে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। এই গ্রুপের আর একটি ম্যাচে দুবাইয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় গতবারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের অপর দুটি দল বাছাই পর্ব থেকে উঠে আসা শ্রীলংকা ও বাংলাদেশ।ভারত প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দু নম্বর গ্রুপে অন্য দলগুলি হলো নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে সুপার ১২, এ ওঠা স্কটল্যান্ড ও নামিবিয়া।ফাইনাল হবে ১৪ই নভেম্বর।গতকাল বাছাই পর্যায়ের ম্যাচে শ্রীলংকা আট উইকেটে নেদারল্যান্ডসকে এবং নামিবিয়া একই ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে।
ভারত প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে
শনিবার,২৩/১০/২০২১
789