গত রবিবার থেকে আজ অবধি নিম্নচাপের বৃষ্টি চলছে। একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত নিম্নচাপের এই বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। দুইদিনের টানা বৃষ্টিতে কার্যত জলবন্দি কলকাতার বেশ কিছু জায়গা। শুধু কলকাতা নয়,আশপাশের শহরতলিও জল জমেছে। উত্তর ২৪ পরগণার বরানগর, বেলঘড়িয়া-সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। হাওড়া পুরসভার একাংশেও সাধারণ মানুষকে জলযন্ত্রণা সহ্য করছে। সালকিয়া, টিকিয়াপাড়া,শালিমার, বেলগাছিয়া, লিলুয়ার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন বলে খবর পাওয়া গিয়েছে। হাওড়ার ডোমজুড়েও বৃষ্টির কারণে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।নিম্নচাপের কারণে উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়া সম্ভাবনা আছে বলেই জানা গিয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন
মঙ্গলবার,১৯/১০/২০২১
757