কলকাতার মুচিপাড়া থানার ক্রিক লেনে রাস্তা থেকে উদ্ধার করা হলো বাঘের ছাল। উদ্ধার হওয়া দুটি ছাল চিতাবাঘের বলে অনুমান বন দফতরের। কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার কয়েকটি লেজের টুকরোও। কে বা কারা ফেলে গেছে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের অনুমান পাচারের উদ্দেশ্যেই ছালগুলি আনা হয়েছিল। এই ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর ক্রিক লেনে একটি কাপড়ে মোড়া অবস্থায় ছাল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। বন দফতরের এক কর্মী জানান ওই ছাল চিতাবাঘের ছাল বলেই মনে হচ্ছে।গোটা ঘটনাকে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
কলকাতায় রাস্তায় কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার চিতাবাঘের ছাল
মঙ্গলবার,১৯/১০/২০২১
1521