রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হতে মানুষ বাড়ী থেকে রাস্তায় বেরিয়ে দুই হাত তুলে আশীর্বাদ করছে, তাই জেতার ব্যাপারে আমি পুরোটাই আশাবাদী। এদিন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কে নিয়ে প্রচারে গিয়ে একথা বললেন শান্তিপুরের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী। পুজোর আগে থেকেই শান্তিপুরের উপনির্বাচনের প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এরপরেই প্রতিটি রাজনৈতিক দল শান্তিপুরের মানুষের দরজায় দরজায় যাচ্ছেন প্রতিটি অলিতে-গলিতে গিয়ে প্রচার করছেন। এবার শান্তিপুরে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নকে তুলে ধরে ভোট আদায় করতে চাইছেন, অন্যদিকে শাসক দলের যে দুর্নীতি যে সন্ত্রাস তার প্রমাণ দিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। যদিও এবার সিপিএম প্রার্থী দিয়েছে শান্তিপুর উপনির্বাচনে। তাই আগামী নির্বাচনে শান্তিপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী জয়ের বিষয়ে 100 ভাগ আশাবাদী। তিনি বলেন বিজেপি প্রার্থী এবং নেতৃত্ব কি বলেছে সেটা ওরাই বলতে পারবে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন চলছে তাতে প্রতিটি মানুষের সমর্থন আমরা পাব এটা নিশ্চিত। জয়ের ব্যাপারে মহুয়া মৈত্র বলেন, কোন সন্দেহ নাই আমরা শান্তিপুর বিধানসভায় জয়লাভ করছি। বিজেপি দল এবং প্রার্থীরা কি বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
শান্তিপুরে তৃণমূল প্রার্থীর প্রচার, প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী
সোমবার,১৮/১০/২০২১
3024