গঙ্গা দূষণ প্রতিরোধের বিষয়টি মাথায় রেখে, দই ঘাটের- ওয়াটার ফ্লো এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে। এ বছরই র ওয়াটার ফ্লওের এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাটি ট্রায়াল’ গানের মাধ্যমে পরখ করে দেখতে চাই কলকাতা পুরসভা। এতে একদিকে যেমন দূষিত রং এবং সিসা গঙ্গার জলে নেশার সম্ভাবনা থাকবে না, অন্যদিকে প্রতিমার গায়ের মাটি বাংলার জল হওয়ার সম্ভাবনা থাকবে না বলে জানালেন,, কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। শহর কলকাতায় প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে যদি কোন পুজো উদ্যোক্তা কৃত্রিম জলাধার এর ব্যবস্থা করতে চায় তাহলে কলকাতা পুরসভার পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
ওয়াটার ফ্লো এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রাখা হচ্ছে
শনিবার,০৯/১০/২০২১
995