রাজ্যে গণতন্ত্র নেই এমনি কথা বলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। সেই কথার সূত্র ধরেই এ দিন নিমতলা শ্মশান ঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হিংসা চলছে। বিজেপির অনেক কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। মহিলাদের ধর্ষণ করা হয়েছে। রাজ্যজুড়ে হিংসা মারাত্মক বেড়ে গেছে। তবে তৃণমূল সরকারের আমলের আগে থেকেই এই ধরনের অবস্থা ছিল। তৃণমূল সরকার একে চরম শিখরে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন সুকান্ত বাবু। পাশাপাশি তিনি জানিয়েছেন ভবানীপুরে তাদের প্রার্থী পিয়াংকা টিব্রেওয়াল যথেষ্ট ভালো ভাবে প্রচার করেছেন এবং ভালো প্রার্থী হিসেবে তিনি তার কাজ করেছেন। বিজেপি ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বন্যা হয়েছে রাজ্যজুড়ে তা ম্যানমেড’। তবে সুকান্ত মজুমদার জানিয়েছেন বন্যা পরিস্থিতি যে সমস্ত বাঁধ গুলি ভেঙে পড়েছে তার জন্য দায়ী রাজ্য সরকার। তার কারণ বাধ গুলি ভালো করে মেরামত করা হয় না।ঠিক করে গঠন করা হয় না ।কোন পরিকাঠামো নেই। তাই আগের বছরও বন্যা হয়েছিল এবং সামনের বছর ও বন্যা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে তৃণমূল এবং বিজিপির মধ্যে একটি হাইড এন্ড সিক লড়াই চলছে। সে ব্যাপারে সুকান্ত মজুমদার কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন এর মধ্যে কোন লড়াই নেই। বিজেপি বিজেপির মত করেই জাতির জনক মহাত্মা গান্ধী কে স্মরণ করছে। মহাত্মা গান্ধীর আদর্শ নীতি কে মেনেই বিজেপি চলে বলে তিনি জানিয়েছেন।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…