নিম্নচাপ এখন পশ্চিম বিহার ও উত্তর প্রদেশে রয়েছে। এটা ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে ৩ থেকে ৪ তারিখ নাগাদ উত্তর বঙ্গে এর কাছে যাবে। এর ফলে উত্তর বঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে ৪ তারিখ। ভারি বৃষ্টি আজ হবে দার্জিলিং, কালিংপংঙ্ক, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুর এ। কাল ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও ভারি বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও দিনাজপুর এ। ৪ তারিখ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও ভারি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং এ। উত্তর বঙ্গে ধসের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীর জল স্তর বাড়বে। দক্ষিণ বঙ্গে ৪ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
নিম্নচাপ এখন পশ্চিম বিহার ও উত্তর প্রদেশে , বঙ্গে বৃষ্টি বাড়বে আজ
রবিবার,০৩/১০/২০২১
1158