করোনা আবহে এবছর পুজোমণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না গত বছর উনিশ অক্টোবর এবং একুশে অক্টোবর আবহে দুর্গাপূজা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলবে রাজ্য সরকার। সেটাই আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতির জানিয়েছেন। তবে ছোট-বড় ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। মন্ডপের ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। এবং নির্দিষ্ট দূরত্ব রেখে প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের। সেই সঙ্গে অঞ্জলি সিঁদুর খেলা বন্ধ থাকবে। আর রাতের বেলায় যেহেতু কারফিউ চলছে। সেই কারণে প্রশাসনকে নিয়ম মাফিক কাজ করতে হবে।
এবছর পুজোমণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না
শুক্রবার,০১/১০/২০২১
1443