সল্টলেক বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিদ্যূৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। “গোলাবের পর নিম্ন চাপ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি নবান্নে কন্ট্রোল রুম হয়েছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম করা হয়েছে। সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ১ কোটি 25 লক্ষ মানুষকে এসএমএস এর মাধ্যমে সতর্কতা করা হয়েছে। রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে।”
কোনো সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-19121 (টোল ফ্রী নম্বর)
হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে-
8900793503 হোয়াটস আপ
8900793504 হোয়াটস আপ
২৪ ঘন্টা জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশন গুলোতে বিদ্যূৎ কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা বিদ্যুৎ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক, রিজিওনাল ম্যানেজারদের সাথে যোগাযোগ চলছে। তিনদিন ধরে চলবে।
আজ রাত সাড়ে 10 টার পর বিদ্যু ভবনে এসে আবার রিভিউ করব বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী।
খোলা তার আছে বলে এখনো কোনো রিপোর্ট নেই।
সিএসির সাথে যোগাযোগ করা হচ্ছে।
তারাও কন্ট্রোল রুম করেছে। নম্বর হলো
9147114437
9147105398
বাড়ির ভেতরে ওয়ারিং আরো ভালো করে করার কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী।
সল্টলেক