গতকালের ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপ এ পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূল এলাকায় রয়েছে। এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারি বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর। বাকি জেলাগুলো নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও কলকাতাতে ও ভারী বৃষ্টি হবে। বৃষ্টি আগামী কাল বজায় থাকবে.একটু বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলা গুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের। বাকি কলকাতা,হাওড়া, হুগলি, দুই 24 পরগনা ও দুই বর্ধমান এর কয়েক জায়গায় ভারী বৃষ্টি। উপকুলের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় উপকূলের এলাকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে। উপকূলের বাইরের জেলাগুলো কলকাতাসহ 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা। আগামী 30 তারিখ পরিস্থিতি খানিকটা ভালো হবে বৃষ্টির পরিমাণ কমবে।
লাল সতর্কতা একাধিক জেলায়
মঙ্গলবার,২৮/০৯/২০২১
1245