কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন? বাকি চারটি বিধানসভায় নয় কেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে যে চিঠি লিখেছিল সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে তা নিয়েও ওই মামলায় প্রশ্ন তোলা হয়েছিল। গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। মঙ্গলবার এই মামলার রায়দানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালএর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী ৩০ তারিখ ভবানীপুরের উপনির্বাচন নির্ধারিত দিনেই হবে। অর্থাৎ এই রায়দানের মধ্য দিয়ে ভবানীপুরের ভোট নিয়ে আর কোনো সংশয় থাকলো না। পাশাপাশি একজন নির্বাচিত বিধায়ক পদত্যাগ করে নির্বাচনের পরিস্থিতি তৈরি করার পিছনে যে বিরাট নির্বাচনী খরচ আবারও তৈরী হয় তার দায়ভার কে গ্রহণ করবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আগামী ১৭ তারিখ মামলার পরবর্তী শুনানি।
কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন ? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
মঙ্গলবার,২৮/০৯/২০২১
841