কবিতা : কাশবনের রাজকন্যা


রবিবার,২৬/০৯/২০২১
3051

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলো
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকন্যা
যেন আসমানী পরী!

জোড়া ভ্রুর ডাগর চোখে
নজরকাড়া কাজল।
দুর্বিনীত হাওয়ায় উড়ছে
তার শাড়ির আঁচল।

তার মুখে ভাষা নেই
চোখে শুধু জল!
প্রকৃতির এত আয়োজন
সব হলো যে বিকল।

কবির অন্তর কাঁপে
সেও মূক বিহ্বল!
কথা কাব্য নৈবেদ্য
সব হলো যে বিফল!

শাওনাজ, উত্তরখান, ঢাকা!



চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট