কবিতা: অভিসারী আশ্বিন


শুক্রবার,২৪/০৯/২০২১
3159

বৃষ্টি বিদায়ে সিক্ত হৃদয়ে
কদম-কেয়া ম্রিয়মান!
স্বল্পায়ু আশ্বিন বর্ণাঢ্য রঙ্গীন
ভাবুকের মন আনচান!

সূর্য কন্যা তারামণ্ডলে
স্নিগ্ধ মনোরম চারপাশ!
সবুজ মাঠ শুষ্ক বাট
রাতে শিশির ছোঁয়া ঘাস!

শুভ কাজ নাকি অশুভ
বাঙালির উৎসব মল মাসে !
অপার সৌন্দর্যের আরাধনায়
নীলিমায় সাদা মেঘ হাসে!

কণ্ঠে কণ্ঠে জাগে গান
প্রজাপতি মন পড়ে বাঁধা;
রানী শরতে আশ্বিনের পরতে
চোখ ধাঁধানো সূধা!

খালে বিলে জলের টান
নেইকো বানের রেশ!
সতেজ ছোঁয়া বন বনানী
নেই উত্তপ্ত হাওয়ার ক্লেশ!

পানিতে হেসে শাপলা ভাসে
বৃষ্টি রোদের লুকোচুরি!
শান্ত সরোবরে নদীর চরে
কাশ ফুলের রূপ মাধুরী!

নির্মল ভোর অতি মনোহর
প্রকৃতিতে শীতের হাতছানি!
মৃদুমন্দ বায়ে জগলুর হৃদয়ে
খেলে আনন্দের ঝলকানি!

শিউলী বকুল মাধবী ফুল
কামিনী মল্লিকার ঘ্রাণে!
ব্যাকুল হিয়া উঠে উথলিয়া
সজনীর তনুমন চনমনে!

প্রেমার্ত মন উন্মনা প্রতিক্ষণ
শরত আকাশে মেলে ডানা!
অশ্বিনের টান দায় সামলান
অভিসারে নাই মানা!

মধু তিথিতে নীজকে হারাতে
ব্যকুল পিয়াসী অন্তর!
কোথা পানসী! কোথা মানসী!
খুঁজে মরি প্রিয় প্রান্তর!

শাওনাজ, উত্তরখান, ঢাকা
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট