চেতলায় নিজের এলাকায় ভোট প্রচারে ফিরহাদ হাকিম


বৃহস্পতিবার,২৩/০৯/২০২১
607

আজ সকালবেলায় চেতলায় নিজের এলাকায় ভোট প্রচারে বের হন ফিরহাদ হাকিম। তিনি এদিন ভোট প্রচারে বের হয়েও সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী 30 শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সাধারণ মানুষ সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেন। সেই বিষয়ে সবাইকে আরো একবার জানিয়েছেন। তাছাড়াও তিনি জানিয়েছেন একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিভিন্ন জায়গায় ভোট প্রচার করতে গিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ছিল। কোথাও টাকার লোভ দেখিয়ে ছিল। কোথাও চাকরির লোভ দেখিয়ে ছিল। তার ফলে অনেকেই বিজেপিতে চলে গিয়েছিল ।এখন তাদের অনেকে বুঝতে পারছে তার ফলে অনেকেই আবার তৃণমূলে ফিরে আসছে। এরপরই তিনি জানিয়েছেন বিজিপি থেকে একজন বড় মাথা তৃণমূলে আসতে চলেছে। তার নাম এখনই তিনি প্রকাশ করবেন না।

ঠিক এইরকম রুপা মন্ডল নামে চেতলার এক বাসিন্দা বিজেপিতে জয়েন করেছিল কিন্তু বিজেপি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। এমনকি রুপার হাত ভেঙে গিয়েছিল বিজেপি তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি ।পরবর্তী সময়ে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে দেড় লাখ টাকার বিনিময়ে তার হাত সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এদিন ফিরহাদ হাকিমের কাছে ক্ষমা চেয়ে আবার তৃণমূলের ফিরে আসেন রুপা ।অন্যদিকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি জানিয়েছেন তৃণমূলের মুখ্যমন্ত্রীর মুখ শুধুমাত্র মমতা আর তার ভাইপো আর কেউ নেই। ফিরহাদ হাকিম সেই বিষয়ে জানিয়েছেন এটা দলের একান্ত নিজস্ব বিষয়। এই নিয়ে অনধিকার চর্চা করা উচিত নয়। বিজেপির উচিত নিজে কি কাজ করবে তাই নিয়ে আগামী দিনের সেই বিষয়ে কথা বলা। তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে আছে। জল বের করার ব্যবস্থা চলছে ।কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলে জল জমেছে। যেসব জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা গেছে সরকার তাদের পাশে আছে বলে তিনি জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট