পড়ুয়ারা ঋণ নিলে জমি-বাড়ি চাইতে পারবে না ব্যাঙ্ক এমনটা স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। পড়ুয়াদের কাছ চাওয়া যাবে না বাড়ি, জমির দলিল। রাজ্য যেখানে গ্যারান্টার সেখানে কীভাবে দলিল চাইতে পারে ব্যাঙ্ক, প্রশ্ন তুলেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের মুখ্যসচিব এ বিষয়ে বলেন, জেলা থেকে খবর পাওয়া গিয়েছে অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের জমি-বাড়ি বন্ধক দেওয়ার কথা বলা হচ্ছে। এরপরই মুখ্যসচিবের তোপের মুখে পড়ে সহযোহিতার আশ্বাস দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জেনে রাখা ভালো ব্যাঙ্কগুলির তরফে জানান হয়েছে, পনেরো দিনের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টি সমাধান করা হবে। রাজ্যসচিব বলেন কিছুক্ষেত্রে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে সহযোহিতা করছে না বেশকিছু ব্যাঙ্ক এমনটা নবান্ন সূত্রে খবর। বেসরকারি ব্যাঙ্কগুলি যদি সহযোগিতা না করে সেক্ষেত্রে রাজ্য তাদের সঙ্গে লেনদেন করবে না। রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার। ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ দূর করতেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে কড়া নির্দেশ এমন নবান্নের।
পড়ুয়ারা ঋণ নিলে জমি-বাড়ি চাইতে পারবে না ব্যাঙ্ক
বৃহস্পতিবার,২৩/০৯/২০২১
832