পর্ণ কান্ডে গ্রেফতারের পর রাজ কুন্দ্রা মুম্বাই আদালতে জামিনের আবেদন করেন। আজ সেই আবেদনের ভিত্তিতে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করলো মুম্বাই আদালত। গত শনিবার জামিনেট আবেদনে রাজ কুন্দ্রা দাবি করেন, তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে ফাঁসানো হচ্ছে। পরিচালক রাজ কুন্দ্রা সহ পর্ণ কান্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও জামিন দেওয়া হলো।সিনেমা পরিচালনার আড়ালে পর্ণ ছবি শ্যুট করাতেন তিনি। কয়েক মাস আগে আচমকাই রাজের বাড়িতে যায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই এদিন তার বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় মুম্বাই পুলিশ পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পার বয়ানও রের্কড করেছিল। তারপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন বলিউডের বেশ কয়েকজন মডেল। তাদের প্রত্যেকেরই দাবি রীতিমত ভয় দেখিয়ে রাজ তাদেরকে দিয়ে পর্ণ ভিডিও শ্যুট করতেন। জেনে রাখা দরকার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় রাজকে ফের পেশ করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে। নিম্ন আদালত তখন ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। অবশেষে আজ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করলো মুম্বাই আদালত।
পর্ণ কান্ডে গ্রেফতারের পর রাজ কুন্দ্রা মুম্বাই আদালতে
বৃহস্পতিবার,২৩/০৯/২০২১
3129