কবিতা : তোরা এগিয়ে চল


রবিবার,১৯/০৯/২০২১
2740

তোরা এগিয়ে চল
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

ওরে সর্বহারা ওরে অসহায়
ওরে বেদুইন।
শত কষ্টেই এগিয়ে চল।
মানুষ নেই
দুঃখহীন বেদনাহীন
এই ধরনীতে
তোরা এগিয়ে চল।
চোখের জল মুছে মুছে
মুখে অভিনয়ের হাসি লয়ে
তোরা এগিয়ে চল।
তোর খোঁজ লইবে নারে
কেউ।
তাকাসনা তোরা কারো দিকে
তোরা এগিয়ে চল।
এগিয়ে চল
গড়বি জীবন এ পি জে আব্দুল কালাম ন্যায়
শেক্সপিয়ারের মত করে।
দেখিবে জগৎবাসী
দুই নয়ন ভরে।
রইবি তোরা সবার হৃদয় মাঝে
তোরা এগিয়ে চল।
তোরা এগিয়ে চল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট