নুসরাতের সন্তানের পিতা দেবাশীষ ! কিন্তু কে এই দেবাশীষ ?


বৃহস্পতিবার,১৬/০৯/২০২১
4952

কলকাতা পুরসভার জন্ম প্রশংসাপত্রের নথিতে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সন্তানের পিতার নাম উঠে এলো দেবাশীষ দাশগুপ্ত, মনে করা হচ্ছে এই দেবাশীষ দাশগুপ্ত অভিনেতা তথা নুসরাতের বিশেষ বন্ধু যশ । কারণ অভিনেতা গত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের হলফনামা তেও এই একই নাম দিয়েছিলেন, সন্তানের নাম দেওয়া হয়েছে জিসান জে দাশগুপ্ত কলকাতা পুরসভার জন্ম প্রশংসাপত্রের রেজিস্টার অনুযায়ী শিশুটির রেজিস্ট্রেশন নম্বর 1623 দিন কয়েক আগে সন্তানের জন্মের সমস্ত নথি পুরসভায় জমা করে দিয়েছিলেন নুসরত যার পরিপ্রেক্ষিতে এই বার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।

https://dai.ly/x847ner

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট