হঠাৎ কেন রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ?


বৃহস্পতিবার,১৬/০৯/২০২১
840

রাজ্যসভা থেকে আচমকাই ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। সকলের অগোচরে সংসদে গিয়ে ইস্তফাপত্র তিনি পেশ করলেন। ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন অর্পিতা এমনটা সূত্রের খবর। জেনে রাখা দরকাত ২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। এরপর ২০১৯-এর ভোটেও তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জিততে পারেননি। বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূলনেত্রী। হঠাৎ কেন এই ইস্তফা দিলেন অর্পিতা দেবী তা কিন্তু স্পষ্টভাবে বলেননি সদ্য পদত্যাগী সাংসদ। তৃণমূলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়। সূত্রের খবর, ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দলের নির্দেশে সাংসদ পদ ছাড়লেন অর্পিতা। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। অর্পিতা ঘোষের বদলে অন্য কাউকে পাঠানো হতে পারে রাজ্যসভায় এমনটা জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট