প্রবল উৎসাহের সাথে আজ করণদিঘির কৃষক বাজারে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ স্কুল সাফাই কর্মী সমিতির করণদিঘি ব্লক শাখার কনভেনশন। অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রর অন্তর্ভুক্ত এই সংগঠনের আহ্বানে ব্লকের তিন শতআধিক স্কুল সাফাই কর্মী কনভেনশনে যোগ দেয়। অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রর রাজ্য নেতৃবৃন্দ কনভেনশনে উপস্থিত ছিলেন। অভীক সাহা, রাম বচ্চন, ফনিভূষণ সিংহ, দীনেশ সিংহ, শম্ভুলাল রায় ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন যে স্কুল সাফাই কর্মীরা দীর্ঘ বঞ্চনা প্রতারণা ও অত্যাচারের শিকার। এই দরিদ্র কর্মীরা সাম্প্রতিক করোনাকালে আরা আরও অসুবিধার মধ্যে পড়েছে। তাদের কাজের কোন স্বীকৃতি ও অধিকার নেই। কাজের ও মাইনের কোন নিশ্চয়তা নেই। বছর বছর মাইনে বকেয়া আছে।
তাদের দাবি – (১) বকেয়া মাইনে অবিলম্বে দিতে (২) কাজ ও ন্যূনতম মজুরির হারে মাইনে পাবার অধিকারকে নিশ্চয়তা দিতে হবে ও (৩) কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া চলবেনা। এই দাবিগুলির ভিত্তিতে সারা বাংলায় গণ আন্দোলন ছড়িয়ে দিতে পশ্চিমবঙ্গ স্কুল সাফাই কর্মী সমিতি ইতিমধ্যে স্থাপিত হয়েছে। এই আন্দোলনকে করণদিঘি ব্লকে স্থাপনা করতে স্কুল সাফাই কর্মীদের কনভেনশনে যোগদানকারি সকল সাফাই কর্মীদের তারা অভিনিন্দন জানান। সারা রাজ্যের সমগোত্রীয় সব কর্মীদের একত্রিত করে পশ্চিমবঙ্গ স্কুল সাফাই কর্মী সমিতি এই অব্যবস্থার প্রতিকারের জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…