আগরতলা শহরে ঐতিহাসিক পদযাত্রা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব


রবিবার,১২/০৯/২০২১
558

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার একটি বেসরকারি হোটেলে আগামী ১৫ই সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে ঐতিহাসিক পদযাত্রা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, সুবল ভৌমিক, আশিষ লাল সিংহ সহ অন্যান্যরা।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে, যারা কংগ্রেস করেন তাদের সকলের কাছেই আবেদন আপনারা যারা এতদিন ভোট দিয়েছেন কিন্তু বিজেপিকে ঠেকাতে পারেন নি, তো সেই জায়গায় ভোটটা নষ্ট করবেন না, আপনার পার্টি আপনি করুন, আপনার যদি মনে হয় তৃণমূলে যোগ দেবেন স্বাগত বলেন কুনাল ঘোষ।তিনি আরো বলেন যে,যদি মনে করেন যে তৃণমূলে যোগ দেবেন না বামপন্থী রাজনীতি করবেন করুন, কংগ্রেস করবেন করুন, শুধু ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিবেন, ভিক্ষে নয় চাইছি ঋণ বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।তিনি আরো বলেন, প্রকৃত উন্নয়ন গড়তে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সেটা মানিক সরকারের সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, সবচেয়ে বড় কথা বিজেপির মধ্যে একটা বড় অংশ তাঁরা চাইছে ত্রিপুরা থেকে বিজেপি সরকার চলে যাক।সুতরাং, তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী তাঁদের ভোট ও তৃণমূল কংগ্রেস পাবে বলে জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট