ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। ভবানীপুর কেন্দ্রে রাজ্য বিজেপি-র যুবনেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করলো পদ্মশিবির।মমতার বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে একটা দোলাচল চলছিলো। বিজেপি-র অনেক বড় নেতাই মুখ ফিরিয়েছেন বলে সূত্রের খবর। যাঁদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে মিঠুন চক্রবর্তীও ছিলেন। কিন্তু তিনি মমতার বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর পাওয়া যায়। প্রিয়ঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনাও চলছিল। অবশেষে আজ আইনজীবী প্রিয়ঙ্কাকেই ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করলো বিজেপি।
ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
শুক্রবার,১০/০৯/২০২১
1273