কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। গার্ডওয়াল টপকে জল ঢুকছে দীঘা শহরে।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে জল ঢকছে।
ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। মৌসুনি দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে ইতিমধ্যে বাড়ি ছাড়তে শুরু করেছেন। সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
দীঘা সৈকতে জলোচ্ছ্বাস
মঙ্গলবার,০৭/০৯/২০২১
1736