ভবানীপুরে প্রার্থী দেওয়ার প্রশ্নে ঐক্যমতে পৌঁছতে পারল না প্রদেশ কংগ্রেস। প্রার্থী দেওয়া হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দ্বায়িত্ব হাইকমান্ডের কাঁধে ছেড়ে দিল প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরী বলেন, ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গীপুর কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর নির্বাচন। সামসেরগঞ্জ আসনে আমাদের প্রার্থী নির্বাচনে লড়াই করতে অনিচ্ছা প্রকাশ করছেন। শুরুতেই ছন্দপতন। ভবানীপুরে আমরা হেরেছিলাম। সিদ্ধান্ত নিয়েছি অবস্থান ঠিক করার জন্য দিল্লিতে পাঠাবো। বামেদের সঙ্গে গত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জোটে নির্বাচন করেছি। এবারও ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই। অবস্থান দিল্লি ঠিক করবে।
সিপিএমের সঙ্গে সবসময় কথা হয়। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব বলেছি।সামসেরগঞ্জে আমাদের প্রার্থী না থাকলে বামেদের সমর্থন করবো। ডাকলে প্রচারে যাব, বললেন অধীর। তিনি আরও বলেন, বাকি চারটি কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত প্রশ্নে জবাব দেবে নির্বাচন কমিশন। আমাদের কোন বক্তব্য থাকলে কমিশনকে জানাবো।
ভবানীপুরে কংগ্রেস কী প্রার্থী দেবে?
সোমবার,০৬/০৯/২০২১
878