“উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক দলে ফেরার জন্য আবেদন করেন। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, বাংলাকে এক রাখার লড়াইয়ে সামিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলেন। পরিষদীয় মন্ত্রী হিসাবে নয়, দলের মহাসচিব হিসাবে নিজে উপস্থিত হয়ে তাদের যোগদান পর্বকে বেশি করে মজবুতিকরন করছি। অত্যন্ত সঠিক সময়ে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যখন যার সময় আসবে তখন তারা যোগ দেবেন। সময় বলে দেবে কাকে কখন নেওয়া হবে। সাংবিধানিক গনতান্ত্রিক ব্যাবস্থার অঙ্গ নির্বাচন। আগেই ঘোষনা করা হয়েছিল আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্যন্ত যারা বলছিলেন নির্বাচন নয় তাদের জিজ্ঞাসা করুন তারা কী হতাশ? পৌরসভা নির্বাচন সময়মত হবে।” : পার্থ চট্টোপাধ্যায়
“ছাত্রজীবন থেকে তৃণমূল করেছি। মনপ্রাণ তৃণমূলে পড়ে ছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল জনসমর্থন দিয়ে আবার ক্ষমতায় এনেছেন। তাঁর কাজে সামিল হতে ফিরে আসা। আরও অনেকে আসবেন, অপেক্ষা করুন। ঘটনাচক্রে বিজেপিতে গিয়েছিলাম। বিজেপির কালচার এরাজ্যে চলে না।” : সৌমেন রায়
কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ
শনিবার,০৪/০৯/২০২১
880