বিক্রমকর্মকার: মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, আসামের মুখ্যমন্ত্রী সবাইকে হাত করে নিয়েছে, সুস্মিতা দেব মনে করেন তৃণমূল কংগ্রেসের দরকার আছে আসামে, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ হল ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরায়। সুস্মিতা দেব বলেন, আসামে আগে তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি করবে তারপর নির্বাচন। সুস্মিতা দেব আরো বলেন যে, ত্রিপুরায় জনসমর্থন তৃণমূল কংগ্রেস পাবে। এবং তিনি আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন নিয়ে ত্রিপুরাতে আসছেন তা অবশ্যই পূরণ হবে এবং ত্রিপুরার উন্নয়ন হবে।আগামী ২০২৩ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠন করবে বলে সুস্মিতা দেব আশা ব্যক্ত করেছেন।
পুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব
বৃহস্পতিবার,০২/০৯/২০২১
372