মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে জট কাটল ইস্টবেঙ্গলের


বৃহস্পতিবার,২৬/০৮/২০২১
986

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে জট কাটল ইস্টবেঙ্গলের। সেইসঙ্গে শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গলের আইএসএল-এ অংশ নেওয়াও নিশ্চিত হল। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল স্পনসর সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর তারপরই জট কেটে যায় সমস্ত জটিলতার। দীর্ঘ জল্পনা কাটিয়ে এবার ফের একবার আইএসএলের মঞ্চে নামবে লাল-হলুদ ব্রিগেড। আইএসএলে দেখা যাবে ডার্বি। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সব ভাল যাঁর শেষ ভাল তাঁর। আমি খুব খুশি।’ এমনকি মুখ্যমন্ত্রী মজা করে বলেন, ‘আমি আজ বাড়ি গিয়ে চিংড়ি মাছের মালাইকারী খাবো।’
স্পনসর জটিলতা কেটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, এটা হওয়ারই ছিল। খুব ভাল খবর। আমার অনেক অভিনন্দন ইস্টবেঙ্গল ক্লাবকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ইস্টবেঙ্গলের স্পনসর জটিলতা কেটে যাওয়ায় মোহনবাগানও খুশি হবে।
তবে কোন পথে জট কাটল, দু’পক্ষের মধ্যে নতুন কী চুক্তি হল তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যে পথেই জটিলতা কাটুক না কেন দেশের ইস্টবেঙ্গল প্রেমীরা বেজায় খুশি। খুশি ফুটবলপ্রেমীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট