সল্টলেক বিকাশ ভবনের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিশু শিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকা। বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সামনে তারা তরল কীটনাশক খেতে শুরু করেন। তাদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুজনে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিধান নগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে ওই পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফেসবুক পোস্টে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তাদের জন্য যে একাধিক সুযোগ-সুবিধা করে দিয়েছেন তা উল্লেখ করেছেন ব্রাত্য বসু।
আত্মহত্যার চেষ্টা করেন শিশু শিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকা, আত্মহত্যার চেষ্টায় মামলা দায়ের !
বৃহস্পতিবার,২৬/০৮/২০২১
2980