গতকালকে ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুললেন সায়ন্তন বসু!


বৃহস্পতিবার,২৬/০৮/২০২১
836

শিক্ষকরা সমাজের মেরুদন্ড তাদেরকে এইভাবে শেষ হয়ে যেতে দেবেন না যেভাবে কালকের এই শিক্ষকরা বিষ খেয়ে আত্মহত্যা করল এটা কোন মতেই বাঞ্ছনীয় নয়! শিক্ষকদের আত্মহত্যা একটা বাংলার লজ্জা শিক্ষামন্ত্রীকে তিনি বললেন ত্রিপুরায় না গিয়ে আগে শিক্ষকদের সঙ্গে বসুন শিক্ষকদের কথা জানান কেন এই পথ তারা বেছে নিবেন আত্মহননের সেদিকটা আগে দেখুন তারপর ত্রিপুরা গিয়ে আন্দোলন করবেন কটা দিন পর আগে এসব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়ান! ভারতবর্ষে কোন রাজ্যে এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি উত্তরপ্রদেশের যোগী রাজ্য নয়! বিজেপি এটা নিয়ে রাজনীতি করবে না একে শিক্ষকদের বাঁচার অধিকার দিতে হবে এবং যে শিক্ষক এই আচরণ করেছে তাদেরকে সারিয়ে তুলতে হবে কেন এটা হল সেই দিকেই দৃষ্টি আকষণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে শিক্ষামন্ত্রীকে আজ এনআরএসে গিয়ে বললেন সায়ন্তন বসু

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট