মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে গেছে। এর ফলে উত্তর বঙ্গ, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, এ বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টি হবে আজ ও কাল আলিপুরদুয়ার, কোচবিহার ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিং পং এ ভারি বৃষ্টি হবে। 25 ও 26 তারিখ উপরের 5 টা জেলাতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে ও দুই দিনাজপুর মালদা তে ভারি বৃষ্টি হবে। এর ফলে উত্তর বঙ্গের পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ভারি বৃষ্টি নেই। তাপমাত্রা বাড়বে কলকাতার ও হালকা বক্ষিপ্ত বৃষ্টি হবে।
মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে গেছে
সোমবার,২৩/০৮/২০২১
910