আবার বাড়লো রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় ২৫ টাকা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণ মানুষকে কিনতে হবে ৮৮৬ টাকা দিয়ে। এই দাম বৃদ্ধিতে একপ্রকার মাথায় হাত এখন মধ্যবিত্তের। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। গত এক বছরে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একাধিকবার বেড়েছে।এই নিয়ে গত ছ’মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪১ টাকা। আর গত একবছরে দাম বেড়ে দাঁড়াল ২৪১ টাকা।
এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা, ৮৬১ টাকার গ্যাস এখন কিনতে হবে ৮৮৬ টাকায় , গত ছ’মাসে দাম বেড়েছে ১৪১ টাকা ; গত এক বছরে দাম বেড়েছে ২৪১ টাকা ,করোনা পরিস্থিতির মধ্যে লাগাতার এই মূল্যবৃদ্ধিতে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন ছোট খাবার ব্যবসায়ীরাও। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দোকান চালানোই এক প্রকার মুশকিল হচ্ছে তাঁদের পক্ষে। আর সেই কারণে পুজোর আগে রীতিমতো সমস্যায় পড়েছেন তাঁরা।
চলতি বছরের মার্চ মাসে তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে। অভিযোগ, সাধারণ মানুষকে বিপাকে ফেলে ভরে উঠেছে সরকারের কোষাগার। ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডেরের পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও মাত্র সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ার পর এবার ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দামও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…
১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…
জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের…