আবার বাড়লো রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় ২৫ টাকা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণ মানুষকে কিনতে হবে ৮৮৬ টাকা দিয়ে। এই দাম বৃদ্ধিতে একপ্রকার মাথায় হাত এখন মধ্যবিত্তের। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। গত এক বছরে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একাধিকবার বেড়েছে।এই নিয়ে গত ছ’মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪১ টাকা। আর গত একবছরে দাম বেড়ে দাঁড়াল ২৪১ টাকা।
এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা, ৮৬১ টাকার গ্যাস এখন কিনতে হবে ৮৮৬ টাকায় , গত ছ’মাসে দাম বেড়েছে ১৪১ টাকা ; গত এক বছরে দাম বেড়েছে ২৪১ টাকা ,করোনা পরিস্থিতির মধ্যে লাগাতার এই মূল্যবৃদ্ধিতে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন ছোট খাবার ব্যবসায়ীরাও। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দোকান চালানোই এক প্রকার মুশকিল হচ্ছে তাঁদের পক্ষে। আর সেই কারণে পুজোর আগে রীতিমতো সমস্যায় পড়েছেন তাঁরা।
চলতি বছরের মার্চ মাসে তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে। অভিযোগ, সাধারণ মানুষকে বিপাকে ফেলে ভরে উঠেছে সরকারের কোষাগার। ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডেরের পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও মাত্র সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ার পর এবার ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দামও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…