বিক্রম কর্মকার, ত্রিপুরা: পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ২ দিনের ত্রিপুরা সফরে আসলেন। আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ও কর্মীরা। যতদূর জানা যায় সাংগঠনিক কাজকর্ম গুলোর উপর কিভাবে জোর দেওয়া যায় সেই কারণেই উনার রাজ্যে আসা এবং রাজ্যের যুবক-যুবতীদের কিভাবে উৎসাহিত করা যায় তাঁর জন্য উনার দুই দিনের এই ত্রিপুরা সফর। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানান যে, খুবই স্বাভাবিক বিষয় তৃণমূল ত্রিপুরাতে সংগঠন করতে চাই এবং অবশ্যই করবে। সেজন্যই ত্রিপুরাতে একের পর এক তৃণমূল কংগ্রেসের সকল নেতা-নেত্রীরা আসছেন। তিনি আরো বলেন যে, ত্রিপুরাতে তিনি আজ এসেছেন এবং বারবার আসবেন এবং উনার সাথে স্টেট কমিটির মেম্বাররা আসবেন। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সংগঠন করবে মানুষের সাথে দেখা করবে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরাতে তৃণমূল সরকার গঠন করবে বলে তিনি জানান।
তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ২ দিনের ত্রিপুরা সফরে
সোমবার,১৬/০৮/২০২১
634