রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন হয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।
করোনা আবহে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার ও খেলা হবে ট্যাবলো। করোনা আবহে গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে দর্শকশূন্য রেডরোডে। ২০২১-এর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও হয়েছে কাটছাঁট করে। ব্যতিক্রম হবে না রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা। শোভাযাত্রায় থাকবে আন্তর্জতাকি স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো। সম্প্রতি রাজ্য সরকার মহিলাদের জন্য ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ট্যাবলো দেখা যাবে এবার স্বাধীনতা দাবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে। সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিয়ে করোনা বিধি মেনেই হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার,১৫/০৮/২০২১
841