রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে মঙ্গলবার শিল্প সদনে অনুষ্ঠিত হল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মকর্তাদের নিয়ে চা চক্র।125 জন প্রতিনিধি আইটি তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে উপস্থিত হয়েছিলেন। সিলিকন ভ্যালিতে ১০০ একর জমিতে আইটি সেক্টর গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিল্প দফতর। শিল্পমন্ত্রী বলেন, ইনফোসিসও কাজ শুরু করছে সিলিকন ভ্যালিতে। এখনও পর্যন্ত ৩৯ জন বিনিয়োগকারী জায়গা নিয়েছেন। দ্রুততার সঙ্গে কিভাবে কাজ করা যায় সবাই মিলে দেখবো।আজকের আলোচনার পরে দুটো জিনিস স্পষ্ট।
ডাটা সেন্টার গড়তে উদ্যোগী আইটি সংস্থা গুলি। yotta লিমিটেটেট মউ স্বাক্ষর করবে শীঘ্রই। রিলায়েন্স আইটি ৪০ একর জমিতে কাজ শুরু করেছে। ডাটা পলিসি তৈরীর কথা বলেছে সকলে। সবার কথা শুনেছি। মাইক্রো ওয়েভ সলিউশন সোনারপুর হাডওয়ার পার্কে হবে।
লার্জ ইনভেস্টের মধ্যে উল্লেযোগ্য, ইনফোসিস। তারা কাজে হাত দিচ্ছে। আইটিসি ইনফোটেক তারাও কাজ করবে। তথ্যপ্রযুক্তি দফতর ও শিল্প দফতর একসঙ্গে কাজ করছে। উৎসাহব্যাঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। বেশ কয়েক হাজার কোটি টাকার প্রস্তাব আছে। প্রচুর কর্মসংস্থান হবে।
বাস্তবয়নের অপেক্ষায় আছি। সবাই মিলে টিম হিসাবে কাজ করা হচ্ছে।তথ্যপ্রযুক্তি বিনিয়োগ সংস্থা উৎসাহ পেয়েছে। ৬ মাস অন্তর অন্তর আমরা রিভিউ করবো।
Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…
ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…