মঙ্গলবার দুপুর ১২টার একটু পরই কপ্টারে করে ঘাটালের বন্যা বিপর্যস্ত এলাকায় পৌঁছন। হেলিকপ্টার থেকে নেমে ঘাটালের সাংসদ দেব জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অন্যান্য সরকারি আধিকারিককে সঙ্গে নিয়ে চলে যান বন্যার জল জমে থাকা এলাকায়।এরপর ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের কয়েকজনের হাতে ত্রাণও তুলে দেন। শিবির পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন ঘাটালের তৃণমূল বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর।ভয়াবহ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে ‘ম্যান মেড’ বন্যা হিসেবেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের পরিকল্পনা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেন। এ প্রসঙ্গে দলের সাংসদদের নির্দেশ দেন, দিল্লি গিয়ে যেন কেন্দ্রকে এ বিষয়ে চাপ দেওয়া হয়। তিনি নিজেও আলাদা করে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কেন্দ্রকে আবেদন জানাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়, জলে নেমে বুঝলেন পরিস্থিতির গুরুত্ব
মঙ্গলবার,১০/০৮/২০২১
1713