হাওড়া, উলুবেড়িয়া: বিজেপি কর্মীর স্ত্রী’কে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনান থানার বাইনানে।এই ঘটনায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। অবিলম্বে মূল অভিযুক্ত সহ সমস্ত অভিযুক্তদের গ্রেফতার ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার উলুবেড়িয়া থানার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, রাজ্য বিজেপির নেতা অনুপম মল্লিক, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ-সভাপতি রমেশ সাঁধুখা, বিজেপি নেত্রী মামনি মালিক সহ অন্যান্যরা। এদিন উলুবেড়িয়া থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন অগ্নিমিত্রা পল। থানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”এই ঘটনায় দুই মূল অভিযুক্ত এখনো অধরা। শুনেছি দু’জনেই বাগনান থানার কাছের লোক।” তিনি আরও বলেন,আমরা ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছি। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
বিজেপি কর্মীর স্ত্রী’কে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য
মঙ্গলবার,১০/০৮/২০২১
4905