নিজের জেলাতেই বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকে ভারত ছাড়ো আন্দোলন উদযাপন অনুষ্ঠানে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে তমলুকের বেনেপুকুরের জেলখানা মোড়ে মহাত্মা গান্ধী-সহ বিভিন্ন মনীষীদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান। সঙ্গে ছিলেন সমর্থকরা। প্রায় একই সময়ে সেখানেই একসঙ্গে কর্মীদের নিয়ে মাল্যদান করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় উপস্থিত জনতার পক্ষ থেকে আওয়াজ ওঠে নাথুরাম গডসকে যারা সমর্থন করে তাদের কোনো অধিকার নেই গান্ধীজীর মূর্তিতে শ্রদ্ধা জানানোর। শুভেন্দু অধিকারী “গো ব্যাক” আওয়াজ ওঠে। সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে যাওয়া সমর্থকরা বিশৃঙ্খলা বাধায় বলে অভিযোগ। ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুভেন্দু অনুগামীদের এহেন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আর এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে উত্তেজনা।
দুই নেতা পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায়। তৃণমূলের কর্মীরা কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে, পাল্টা বিজেপি সমর্থকরাও কটুক্তি করেন সেচমন্ত্রীকে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে সরকারের বিরোধিতায় বরাবরই মুখর শুভেন্দু। কিছুদিন আগেই কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে বাকযুদ্ধ অব্যাহত।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…