রাজ্যের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। হাওড়া,হুগলি, মেদনীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার জল ক্রমশ বাড়ছে।বন্যা কবলিত এই সব এলাকায় দুর্গত মানুষদের শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের দল ঘাঁটাল পৌছে গিয়ে সেখানে জল বন্দি মানুষদের শুকনো খাবার তুলে দেওয়ার কাজ শুরু করেছে৷ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুই জেলার অবস্থা এতটাই খারাপ যে রান্না করা খাবার তৈরি করারও জায়গা নেই। জল ক্রমশ বাড়ছে। তাই আপাতত এইসব এলাকায় সঙ্ঘের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে৷ জল একটু নেমে গেলে সেখানে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হবে।
ঘাঁটালের বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম
বৃহস্পতিবার,০৫/০৮/২০২১
630