ত্রিপুরায় জঙ্গি হামলায় দুই বিএসএফ জওয়ান শহীদ


বুধবার,০৪/০৮/২০২১
467

ত্রিপুরায় জঙ্গি হানায় 2 বিএসএফ জওয়ান শহীদ হলেন। জানা গেছে, টহল চলাকালীন সন্দেহভাজন ন্যাশনাল লিবারেশন ফন্ট অফ ত্রিপুরার জঙ্গিরা ছামনুর মানিকপুরে উপজাতীয় গ্রামে বিএসএফ জওয়ানদের ওপর অতর্কিতে হামলা চালায় ।যার ফলে ঘটনাস্থলেই শহীদ হন 2 বিএসএফ জওয়ান ।শহীদ বিএসএফ জওয়ানের মধ্যে একজন সাব ইন্সপেক্টর ভুরু সিং এবং অপরজন কনস্টেবল রাজকুমার। উত্তর ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকা দিয়ে পালিয়ে যায় জঙ্গীরা। পালানোর আগে গেরিলারা নিহত বিএসএফ জওয়ানদের অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র কেড়ে নিয়ে গিয়েছে।এক পুলিশ কর্মকর্তা জানান, টহল চলাকালীন সন্দেহভাজন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) জঙ্গিরা মানিকপুর উপজাতীয় গ্রামে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়, যার ফলে ঘটনাস্থলেই দুই আধাসামরিক সদস্য শহীদ হয়। শহীদ বিএসএফ সদস্যদের মধ্যে সাব-ইন্সপেক্টর ভুরু সিং এবং কনস্টেবল সি টি রাজ কুমার । বি এস এফ এর সদর দপ্তর থেকে বলা হয়েছে বেশ কয়েকজন জঙ্গিও গুলি বিনিময় আহত হয়েছে। এই ঘটনাকে কে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট