হাওড়ার উদয়নারায়নপুরের পাশাপাশি আমতার বেশ কিছু গ্রাম ইতিমধ্যেই প্লাবিত। সুত্রের খবর অনুযায়ী আমতার ৫টি গ্রাম পঞ্চায়েতের ৩৪ টি গ্রাম বন্যা কবলিত। প্রায় ১১হাজার মানুষ বন্যার কবলে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রিপল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে ২০ হাজার পি এইচ ই পাউচ পাঠানো হয়েছে আমতার বন্যা কবলিত গ্রামগুলিতে। নতুন করে জল ছাড়ার কারণে, রাতের মধ্যে আরো কয়েকটি কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। মূলত মুন্ডেশ্বরী নদী ও তার শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলেই আমতায় এই প্লাবন। পাশাপাশি উদয়নারায়নপুরের বন্যার জলও আমতার কিছু এলাকায় প্লাবন ডেকে আনছে। জেলাশাসক মুক্তা আর্য সহ অন্যান্য সরকারি আধিকারিকদের এদিন আমতার বন্যা কবলিত এলাকা ঘুরিয়ে দেখান আমতার বিধায়ক সুকান্ত পাল। হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরার সাথে মূল ভূখন্ডে যোগাযোগের সম্বল দুটি অস্থায়ী সেতু ভেসে গিয়েছে জলের স্রোতে। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে ভাটোরা। স্পীডবোটে করে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে প্রশাসন।
হাওড়ার উদয়নারায়নপুরের পাশাপাশি আমতার গ্রাম ইতিমধ্যেই প্লাবিত
মঙ্গলবার,০৩/০৮/২০২১
4045