আইলা, আম্ফান কিংবা ইয়াস – প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির দেবীপুরের বাসিন্দাদের বারেবারে পড়তে হয়েছে বিপদের মুখে। দুর্গত এইসব মানুষের পাশে দাঁড়ালেন উত্তর কলকাতা জেলা মহিলা তৃণমূলের নেত্রী নীহারিকা মুখোপাধ্যায়। সম্প্রতি কলকাতা থেকে দুর্গত মানুষদের পাশে পৌঁছে গিয়েছিলেন তিনি। দুঃস্থ দরিদ্র গ্রামবাসীদের হাতে তুলে দেন নতুন পোশাক। সেইসঙ্গে শুকনো খাবার তুলে দেন গ্রামবাসীদের হাতে। শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়ে, বিস্কুট, চানাচুর সহ বিভিন্ন সামগ্রী। পাশাপাশি হাত ধোয়ার সাবান, মাজন সহ অন্যান্য সামগ্রী গ্রামবাসীদের হাতে তুলে দেন তিনি। শুধু দেবীপুর নয়, পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের এই নেত্রী।
জাতীয় আত্মত্রাণ সমিতির ও ডিভাইন ব্রেথের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সামাজিক কর্মকান্ডে নিয়োজিত মহিলা তৃণমূল নেত্রী নীহারিকা মুখোপাধ্যায়। হিন্দ সিনেমা সংলগ্ন ফুটপাত বাসীদের জন্য প্রতি মাসেই শিক্ষা সামগ্রী থেকে খাদ্য সামগ্রী কিংবা পোশাক বিতরণ করেন তিনি। বউবাজারের অনাথ আশ্রমের বাচ্চাদের পাশেও নিয়মিত পৌঁছে যান এই সমাজকর্মী। নীহারিকা মুখোপাধ্যায় জানালেন আগামী ১৫ আগস্ট একাধিক সামাজিক কর্মকান্ড নেওয়া হয়েছে।
দেবীপুরের মানুষের পাশে তৃণমূল নেত্রী নীহারিকা মুখোপাধ্যায়
শুক্রবার,৩০/০৭/২০২১
888