রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জহর সরকার বুধবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিলেন৷ দলের পক্ষ থেকে কয়েকদিন আগেই তাঁর নাম ঘোষণা করা হয়৷ আগামী ৯ অগাস্ট রাজ্যসভার নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা৷ কিন্তু আদৌ জহর সরকারকে কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে কিনা তা নির্ভর করছে বিরোধী দল প্রার্থী দেয় কিনা তার ওপর। দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ায় সেই শূণ্য আসনে এই নির্বাচন। বিজেপি এবং নরেন্দ্র মোদি- অমিত শাহদের কড়া সমালোচক হিসেবে পরিচিত জহর সরকার। প্রসার ভারতীর প্রাক্তন সিইও বলেন, মোদি বিরোধী লড়াই অব্যাহত রাখতেই তৃণমূলের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি৷
রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জহর সরকার মনোনয়ন জমা দিলেন
বুধবার,২৮/০৭/২০২১
656