পিকের টিমকে ত্রিপুরার একটি হোটেলে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ


বুধবার,২৮/০৭/২০২১
522

পিকের টিমকে ত্রিপুরার একটি হোটেলে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। সেইসঙ্গে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সরব হন। এবার তৃনমূলের একটি প্রতিনিধি দল পৌঁছাল ত্রিপুরায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক,ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এই প্রতিনিধি দল সকাল ৯ টা ২০ মিনিটের বিমানে ত্রিপুরার উদ্দেশ্যে উড়ে যান। ত্রিপুরায় গিয়ে এই প্রতিনিধি দল গোটা ঘটনা পর্যবেক্ষণ করবে সেই সঙ্গে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ত্রিপুরা যে তৃণমূলের পাখির চোখ তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তাই এখন থেকেই ত্রিপুরার মাটি কামড়ে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে জোড়াফুল শিবির।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট