৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর কান্দির রুমানা সুলতানা


বৃহস্পতিবার,২২/০৭/২০২১
1042

৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর কান্দির রুমানা সুলতানার।খুশির হাওয়া পরিবারে। কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা সুলতানা। তিনি চান বড় হয়ে চিকিৎসক হতে। কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছিলেন। দু’বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়েছিলেন। তার পর ওই স্কুলে ভর্তি হয়েছিলেন বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান পড়তেই ভালবাসেন রুমানা। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা পর্বের মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তাঁর শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট