রেজাল্ট আউট উচ্চমাধ্যমিকের


বৃহস্পতিবার,২২/০৭/২০২১
632

এক ভিন্ন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় একক ভাবে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেয়ে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী। প্রথম ১০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন ৮৬ জন।
একনজরে:
মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৯২০২
পাশ করেছে ৭৯৯০৮৮ জন
মোট পাশের হার ৯৭.৬৯
রাজ্যের সব জেলায় পাশের হার ৯০ শতাংশ বা তার বেশি
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৩১৯৩২৭
কলা বিভাগে পাশ করেছে ৯৭.৩৯ শতাংশ
বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৯.২৮ শতাংশ
বাণিজ্য বিভাগে পাস করেছে ৯৯.০৮ শতাংশ।
ভয়াবহ কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে বিভিন্ন স্তরের জনমত এবং বিশেষজ্ঞ কমিটির মতামতকে গুরুত্ব দিয়ে গত ৭ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ঘোষণা হয়। সেইসঙ্গে পরীক্ষার্থীদের স্বার্থ যাতে সুরক্ষিত হয় সে কথা মাথায় রেখে মূল্যায়ন সম্পর্কে একটি সুস্পষ্ট দিক নির্দেশ করা হয়েছিল। সেইমতো এদিন ফলাফল প্রকাশিত হল।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন এরপরেও কোন বিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে তা বিবেচনা করার সুযোগ থাকছে নির্দিষ্ট শর্ত মেনে। পাশাপাশি তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবছর সংসদের সভার সিদ্ধান্ত অনুসারে একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে ভর্তি হবার ক্ষেত্রে মাধ্যমিক বা সমতল পরীক্ষার সেই বিষয়গুলিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে এ বিষয়ে নির্দেশিকা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট