১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ চালু করতে হবে, নির্দেশিকা জারি ইউজিসির


শনিবার,১৭/০৭/২০২১
549

আগামী ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে বলে এমন নির্দেশিকা জারি করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। এরইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে ইউজিসি নির্দেশিকা জারি করেছে । করোনা আবহের জন্য বাতিল হয়েছে সিবিএসই,আইসিএসই সহ একাধিক বোর্ডের পরীক্ষা। কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সূচী তৈরি করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরী করে দেওয়া হল। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে ইউজিসি জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট