আগামী 19 সে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস! সারা ভারত ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের এই জুলাই পুরো আন্দোলনে মধ্য দিয়ে চলবে বলে জানান! 19 সে জুলাই ওইদিনই বসছে সংসদের বাদল অধিবেশন! সেখানে ব্যাংক বেসরকারিকরণ নিয়ে একটি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার! যেটা ভারতবর্ষে মানুষের কাছে এক অশনী সংকেত! 52 বছর ধরে ব্যাংক পরিষেবা দিয়ে আসছে 120মানুষের কাছে তাদের গচ্ছিত অর্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল এতদিন কিন্তু এই আইনের ফলে না থাকবে দায়ী না থাকবে দায়িত্ব! ফলে সাধারণ মানুষের এই অর্থ আর সুরক্ষিত থাকবে না বেসরকারি খাতে গেলে! তাই ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন তারা মানুষকে সচেতন করার জন্য ভারতবর্ষে প্রায় 5 কোটি মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেছে ইতিমধ্যে তার পাশাপাশি সারা রাজ্যজুড়ে জুড়ে রাস্তায় নেমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে ছোট ছোট পোস্টারিং মাক্স সেনিটাইজার বিতরণ করছে তারা এই করোনার সংক্রমণ মধ্যে অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে রাখছে তারা! তাদের একটাই দাবি ব্যাংক যদি একবার বেশি কঠিন হয়ে যায় তবে ভারতবর্ষের এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে চলতে হবে! তাই তাদের একাধিক প্রচেষ্টা সরকারি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও!
ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও সামনে রেখে আজ AIBOC পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন!
শনিবার,১৭/০৭/২০২১
902