দিল্লি যাচ্ছেন মমতা


বৃহস্পতিবার,১৫/০৭/২০২১
696

জল্পনা ছিলই, এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন দিল্লি যাবেন তিনি। তবে কবে যাবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটের পর তিনি প্রতিবারই দিল্লি যান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারেও তেমন যাবেন। অ্যাপয়েন্টমেন্ট পেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানিয়য়েছেন।বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বাংলায় ভোটের পরেই তাঁর দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। তবে করোনা পরিস্থিতির জেরে তিনি যেতে পারেননি। লোকসভা অধিবেশন চলাকালীন তিনি দিল্লি রওনা দেবেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়াও অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে জানান। জুলাইয়ের শেষের দিকে সংসদের অধিবেশন চলাকালীন মমতার এই রাজধানী সফর বলে সূত্রের খবর। শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিই নয়, জাতীয় স্তরের রাজনৈতিক ব্যাক্তিতাবদের সঙ্গেও মমতা দেখা করবেন বলে জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট