নন্দীগ্রামের ভোটে কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোটের পুনর্গণনার দাবি জানান তিনি। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি ১২ আগষ্ট। এদিন নন্দীগ্রাম মামলার শুনানিতে বিচারপতি সম্পা সরকার নন্দীগ্রামের ভোটের ইভিএম, ভিভি প্যাড, ভিডিওগ্রাফি, নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেন। সেইসঙ্গে পশ্চিম বঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারকে এই নিয়ে নোটিশ দেওয়ার নির্দেশও দেন। অন লাইন প্রেজেন্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু ফর্মালিটি আগেই মেন্টেন হয়েছে সুতরাং আর থাকার দরকার নেই। 9 জুন মেনশন হয়েছে, ২২ মে মামলা করা হয়। ৩৯ দিনের মধ্যে মামলা করা হয়। প্রথমে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য শুনবেন বলো কথা হয়েছিল। পরে তা বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে পরে তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি শুরু হল।
নন্দীগ্রামের ভোটে কারচুপি ?
বুধবার,১৪/০৭/২০২১
1205